আধুনিক কাগজ ডেস্ক
চলমান রাজনৈতিক অস্থিরতা ও হরতাল-অবরোধের বিরূপ প্রভাব পড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন খাতে। পর্যটনের ভরা মৌসুমেও নেই পর্যটক। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দি এখন পর্যটক শূন্য। শুধু বিছনাকান্দিই নয় গোয়াইনঘাটের জাফলং, পান্তুমাই, রাতারগুলেও নেই পর্যটক। টানা অবরোধ, হরতাল আর রাজনৈতিক অস্থিরতায় ধস নেমেছে পর্যটন শিল্পে। পর্যটন খাতের এমন ধসে মারাত্মক লোকসানে পড়েছেন ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্টরা। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত দেশে সাধারণত পর্যটন মৌসুম বিরাজ করে। তবে গোয়াইনঘাটের বিছনাকান্দি, জাফলংয়ে বছরের অন্যান্য সময়েও কিছু না কিছু পর্যটকদের আনাগোনা থাকে। কিন্তু এবার পর্যটন মৌসুমের শুরুতেই দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, হরতাল-অবরোধের প্রভাব পড়েছে এই শিল্পে। ২৮ অক্টোবরের পর ধস নামে পর্যটন কেন্দ্রগুলোতে। যার কারণে পর্যটন সংশ্লিষ্টদের আয় রোজগার একেবারে শূন্যের কোটায় নেমে পড়েছে।
সরেজমিনে বৃহস্পতিবার, শুক্রবার বিছনাকান্দি ও জাফলং প্রায় পর্যটক শূন্য থাকতে দেখা গেছে। শতাধিক ব্যবসায়ী, পর্যটন রেস্তোরাঁর কর্মকর্তা-কর্মচারি, পর্যটক পুলিশ, পর্যটক সহায়করা অলস সময় পার করছেন। ব্যাবসায়ীরা জানান, প্রায় মাসখানিক ধরে বিছনাকান্দি ও জাফলংয়ে পর্যটক আগমন কমে গেছে। অনেক ব্যবসায়ী এখন আর দোকানই খুলছেন না। স্থানীয় ব্যাবসায়ীরা জানান, গত ২৮ অক্টোবরের পর থেকে দূরদূরান্তের কোন পর্যটক আসছেন না। স্থানীয় ২/৪ জন আসলেও ব্যবসা-বাণিজ্যে তাদের কোন ভুমিকা নেই। যেখানে প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসতেন, এখন সেখানে যেন এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।
অবরোধের প্রভাবে পর্যটক শূন্য বিছনাকান্দি
প্রাসঙ্গিক সংবাদ