শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeসংবাদভারতে এমপি ধীরজ সাহুর বাড়ি থেকে ৩০০ কোটি রুপি জব্দ

ভারতে এমপি ধীরজ সাহুর বাড়ি থেকে ৩০০ কোটি রুপি জব্দ

ইন্টারন্যাশনাল ডেস্ক
ভারতের ওড়িশ্যায় কংগ্রেস নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য ধীরজ সাহুর বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে।
শনিবার রাঁচীতে ওই সংসদ সদস্যের বাড়ি ও তার মালিকানাধীন একাধিক স্থাপনায় অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় আয়কর দপ্তর।
কেন্দ্রীয় সংস্থাটির দাবি, অভিযুক্ত কংগ্রেস এমপির বাড়ি থেকে এ পর্যন্ত আনুমানিক ৩০০ কোটি রুপি জব্দ করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে আয়কর দপ্তরের অন্তত ১০০ কর্মীকে ডাকা হয়েছে।
গত বুধবার থেকে ভারতের কেন্দ্রীয় আয়কর বিভাগ হটাৎ করেই হানা দেয় ওড়িশ্যা এবং ঝাড়খণ্ডে।
ওড়িশ্যার একটি বৃহৎ মদ কারখানা থেকে জব্দ হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। ঘটনার তদন্ত করতে গিয়ে নাম উঠে আসে কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য ধীরজের নাম। এর পরপরই তার বাড়িতে চিরুনি অভিযান শুরু করে ভারতের কেন্দ্রীয় আয়কর দপ্তর।
আয়কর দপ্তর জানায়, ধীরজ ছাড়াও মদ কারখানার আরেক মালিক বান্টি সাহুর বাড়ি থেকে টাকাভর্তি প্রায় ১৯টি ব্যাগ জব্দ হয়েছে।
ওড়িশ্যার বোলাঙ্গির জেলার বিভিন্ন জায়গায় শনিবার ব্যাপক তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তরের অন্তত ১০০ জন কর্মকর্তা। শনিবারের জব্দ হয়ওয়া রুপি বোলাঙ্গি জেলার বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক আয়কর কর্মকর্তা।
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আঞ্চলিক ম্যানেজার ভগত বেহরা বলেন, গত দুই দিনের মধ্যে টাকা গোনার কাজ আমরা শেষ করতে পারবো বলে আশা প্রকাশ করছি। ৫০ জন ব্যাংক কর্মীকে টাকা গণনার কাজে লাগানো হয়েছে। প্রয়োজনে আরো কর্মীদের কাজে লাগানো হবে বলে জানিয়েছেন ভগত বেহরা।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments