গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের অন্তর্গত চা বাগান সংলগ্ন নদীর পাড়ে এ ঘটনা ঘটে বলে জানান গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ।
মৃত শ্রমিক মানিক মিয়া (৫৭) উপজেলার মধ্য লাখেরপাড় গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে ।
ওসি বলেন, ওই ব্যক্তি বয়স্ক বালু শ্রমিক ছিলেন। ঠান্ডা জনিত কারণে স্ট্রোকের আশঙ্কা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে।
তবে স্থানীয়রা জানান, মানিক মিয়াসহ আরও কয়েকজন লোক নদীর পাড়ে ছোট গর্ত করে চালনি দিয়ে ছেকে বালু আহরণ করছিলেন। তখন হঠাৎ পাড় থেকে বালু ধসে পড়ায় বয়স্ক মানিক মিয়া তাল সামলাতে না পেরে গর্তে পড়ে যান। তার সঙ্গে থাকা শ্রমিকরা তাকে বালুমাটি চাপা থেকে উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে নয়টায় কর্তব্যরত চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন।