শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeসংবাদইসরায়েলগামী সকল জাহাজে হামলার হুমকি হুথিদের

ইসরায়েলগামী সকল জাহাজে হামলার হুমকি হুথিদের

ইন্টারন্যাশনাল ডেস্ক
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি হুমকি দিয়েছে ইসরায়েলগামী সকল জাহাজে হামলা করবে তারা, এ ব্যাপারে ইসরায়েল সংশ্লিষ্ট আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্কও করেছে গোষ্ঠীটি।
রয়টার্স এর এক প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয়তা নির্বিশেষে ইসরায়েলগামী সকল জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে শনিবার হুঁশিয়ারি দিয়ে একইসঙ্গে ইসরায়েলি বন্দরগুলোতে যাওয়া ও সেখানে কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে সমস্ত আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক ইয়েমেনের হুথি আন্দোলন।
হুথি গোষ্ঠীর একজন সামরিক মুখপাত্র বলেছেন, যদি গাজা তার প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায়, তাহলে লোহিত সাগরে ইসরায়েলি বন্দরগুলোর দিকে যাওয়া সমস্ত জাহাজ তাদের জাতীয়তা নির্বিশেষে আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
এর আগে ইয়েমেনি এই যোদ্ধারা বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি বেশ কয়েকটি জাহাজ আক্রমণ চালানোর পাশাপশি জব্দও করেছে। এছাড়া ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপও করেছে তারা।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments