সিলেট তামাবিল মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও ক্রাইম) শেখ মোহাম্মদ সেলিম।
নিহত তানিম আহমদ (২০) গোলাপগঞ্জ উপজেলার পানি আগা গ্রামের বুদন উদ্দিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তানিমের বন্ধু গোলাপগঞ্জ উপজেলার কাঠখাই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবু নাহিদ (২০)।
নিহত তানিমের বন্ধু মুন্না জানান, জৈন্তাপুর উপজেলার শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য শনিবার সকালে আমরা বন্ধু বান্ধবসহ বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে জৈন্তাপুরের সারিঘাট নামক স্থানে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত নাহিদ ও তানিমকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তানিমকে মৃত ঘোষণা করেন।