দক্ষিণ সুরমা প্রতিনিধি:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর কর্মী সভা অনুষ্ঠিত হয় ।
দক্ষিণ সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়নে রাত ৮ঃ৩০ ঘটিকায় এই কর্মী সভা শুরু হয় ।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
এসময় উপস্থিত ছিলেন – সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল হাই আতিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সিলাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নিজামুল কবির লিটন, উপজেলা সেচ্ছাসেবকলীগ এর সভাপতি নিজাম উদ্দিন, জেলা ছাত্রলীগের সদস্য আব্দুর রহমান সহ আরো উপস্থিত ছিলেন সাজু মিয়া লাকী নোমান। এছাড়াও সিলাম ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্র লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সিলেট ৩ আসনে হাবিবুর রহমান হাবিব কে নির্বাচিত করার জন্য কাজ করে যাবেন এবং এর জন্য নেতৃবৃন্দকে সংগঠিত হতে হবে ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত উপ নির্বাচনে আপনারা আমার জন্য কাজ করে নির্বাচনে জয়ী করে সংসদে পাঠিয়েছেন এবারও একইভাবে কাজ করার আহবান জানান এবং আরো বলেন নৌকার বিজয়ের মাধ্যমে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে পরিশেষে তিনি বলেন ৩ আসনের উন্নয়নে আরো কাজ করে যাবেন এবং নান্দনিক সিলেট ৩ উপহার দিবেন ।