এস এম ফাহিম, দক্ষিণ সুরমা:
শীতের মৌসুমে অন্যান্য বছরের তুলনায় এবছর শীতকালীন সবজি চাষ বেড়েছে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
কৃষকরা উদ্ভুদ্ধ হয়ে মাঠে বিভিন্ন রকমের সবজি চাষ করছেন যেমন টমেটো, বাঁধাকপি, শিম, ফুলকপি,গাজর,পালংশাক সহ বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ করছেন ।
এতে করে স্থানীয় বাজারগুলোতে শাক-সবজি পাওয়া যাচ্ছে ব্যাপক এবং ক্রেতারাও বেশ আগ্রহী হয়ে কিনে নিচ্ছেন এই সকল শাক-সবজি ।
ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, একদম স্বল্প মূল্যে কিনতে পারতেছেন শাক-সবজি । অনেকে আবার বাড়ির আঙিনায়ও খালি জায়গায় শাক-সবজি চাষ করছেন । তাদের সাথে কথা বললে জানান সবুজ শাক-সবজি শরীরের পুষ্টিগুণ বাড়াতে সহায়তা করে এর কারণেই শীতকালীন সময়ে শাক-সবজি চাষে আগ্রহী হচ্ছেন তারা ।
লয়েছ আহমদ নামের একজন কৃষক বলেন, সবুজ শাক-সবজির প্রতি মানুষের চাহিদা থাকায় তারা বিক্রি করে বেশ স্বাবলম্বী হচ্ছেন এবং এবাব শাক-সবজি আবাদ করতে বেশি কষ্ট পোহাতে হয়নি তবে পোকার দমনে তারা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যাবহার করছেন।
ক্ষিণ সুরমা উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার আবুল হাসান আধুনিক কাগজকে বলেন, গত বছরের তুলনায় এবার শাক-সবজি আবাদ বেশি হলেও গত দুইদিনের হঠাৎ বৃষ্টির কারণে সরিষা, রসুন ও গম চাষ ব্যহত হয়েছে।
বৃষ্টি না হলে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শাক-সবজি আবাদ আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করছি ।