শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Google search engine
Homeবিনোদনমরণোত্তর দেহ দান করবেন স্পর্শিয়া!

মরণোত্তর দেহ দান করবেন স্পর্শিয়া!

বিনোদন ডেস্ক
মরণোত্তর দেহ দান করবেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। মৃত্যুর পরে তার দেহ ঢাকা মেডিকেল কলেজে দান করা হবে।
তার হৃদযন্ত্রসহ প্রয়োজনীয় অঙ্গপ্রতঙ্গ অন্য রোগীর শরীরে প্রতিস্থাপন ও চিকিৎসাশাস্ত্রের প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার (৮ ডিসেম্বর) অর্চিতা স্পর্শিয়া পা রেখেছেন ৩০তম জন্মদিনে। এদিন তিনি ‘মরণোত্তর দেহদান’ করার ঘোষণা দেবেন আনুষ্ঠানিকভাবে।
স্পর্শিয়া বলেন, আমরা নানাভাবেই মানুষের উপকার করার চেষ্টা করি। এটাও আমার এক ধরনের উপকারের চিন্তা। এ বিষয়ে আমি অনেকদিন ধরেই পরিকল্পনা করেছি। মৃত্যুর পর আমার শরীরের অঙ্গপ্রতঙ্গ জীবিত রোগীর শরীরে প্রতিস্থাপন হবে, এরপর চিকিৎশাস্ত্রের প্রয়োজনে ব্যবহার করা হবে। এতে অন্য কোনো মানুষের উপকার হবে।
জানা গেছে, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে স্পর্শিয়া চূড়ান্ত আলাপ করেছেন। তাই মৃত্যুর পরে দাফন নয়, কলেজ সংশ্লিষ্টরা তার মরদেহ নিয়ে যাবে ঢাকা মেডিকেলে।
অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে শোবিজে পা রাখেন। ক্যারিয়ারের একযুগে অজস্র বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশকিছু কাজ। নির্বাচনের পর মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘সুস্বাগতম’।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments