ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ওসমানীনগরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ওসমাানীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌত উদ্যোগে আয়োজিত সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে মানববন্ধন শেষে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ছুরাব আলী। শিক্ষক ও সাংবাদিক আনোয়ার হোসন আনার উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্ত, বিশেষ অতিথি ছিলেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, আওয়ামী লীগ নেতা আলাউর রহমান আলা। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক শামছুল হক, উপজেলা সহ কারীপল্লী উন্নয়ন বোর্ডেও কর্মকর্তা সায়রা খাতুন হেনা, তথ্য সেবা কর্মকর্তা শাহরিন সুলতানা, কামী মাওলানা আবুল কালাম আজাদ, শিক্ষক আসমা বেগম, চিনু রানী ভেীমিখ, আবু তাহের, শিক্ষার্থী রিহাদ আহমদ খান।