বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Google search engine
Homeখেলাআল-রিয়াদকে ৪-১ গোলে হারাল রোনালদোর আল নাসর

আল-রিয়াদকে ৪-১ গোলে হারাল রোনালদোর আল নাসর

স্পোর্টস ডেস্ক
টানা তিন ম্যাচে জয়হীন থাকার পর, অবশেষে ক্রিস্টিয়ানো রোনালদোর জাদুতে দুর্দশা কাটলো আল নাসরের। পেশাদার ক্যারিয়ারের ১২০০তম ম্যাচ খেলতে নেমে পর্তুগিজ উইঙ্গার নিজে গোল করলেন, সতীর্থকে দিয়েও করালেন।
রোনালদোর মাইলফলক ম্যাচটিতে আল নাসর ৪-১ গোলে হারিয়েছে আল-রিয়াদকে। ম্যাচের প্রথম গোলটিই করেন রোনালদো। এরপর দ্বিতীয়ার্ধে পর্তুগিজ সতীর্থ ওতাভিওকে দিয়ে গোল করান তিনি। অবশ্য কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে রোনালদোর গোলসংখ্যা আরও বাড়তে পারতো। পরে জোড়া গোল করে আল নাসরের বড় জয় নিশ্চিত করেন অ্যান্ডারসন তালিস্কা।
ঘরের মাঠ আল আওয়াল পার্কে প্রতিপক্ষকে শুরু থেকেই ব্যাপক চাপে রাখে আল নাসর। একের পর এক আক্রমণে আল-রিয়াদের রক্ষণ কাঁপায় তারা। এর মধ্যে রোনালদো একাই বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। যদিও পরে গোল করে তা পুষিয়ে দেন ১২০০তম ম্যাচ খেলতে নামা রোনালদো। অবশ্য সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রোনালদোর নয়, ১৩৮৭ ম্যাচ খেলে সবার ওপরে আছেন সাবেক ইংলিশ গোলরক্ষক পিটার শিলটন।
ত্রয়োদশ মিনিটে ম্যাচের সবচেয়ে বিতর্কিত এক মুহূর্তের জন্ম হয়। রোনালদোর একটি শট গোললাইন থেকে হাত দিয়ে ফেরান আল রিয়াদের এক ডিফেন্ডার। কিন্তু সবাইকে অবাক করে ভিএআর দেখেও পেনাল্টির সিদ্ধান্ত দেননি রেফারি। ওই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান রোনালদো। ৩২তম মিনিটে প্রতিশোধও নেন তিনি। সাদিও মানের দারুণ এক ক্রসে ট্যাপ করে লক্ষ্যভেদ করেন রোনালদো। অবশ্য রোনালদোর প্রথম প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছিলেন গোলকিপার কাম্পানা।
প্রথমার্ধের বিরতির ঠিক আগে ওতাভিয়ার গোলে অ্যাসিস্ট করেন রোনালদো। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে বল বাড়ান পর্তুগিজ সতীর্থের উদ্দেশে। দারুণ হেডে লক্ষ্যভেদ করেন ওতাভিও। এরপর দ্বিতীয়ার্ধে আল নাসরের হয়ে জোড়া গোল করেন তালিসকা। মাঝে একটি গোল শোধ করেন আল রিয়াদের আন্দ্রে গ্রে।
১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ১৬ ম্যাচে ৪৪।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments