জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, মিশরের রাষ্ট্রদূত ওমার মোহি এলদিন আহমেদ ফাহমি, হলি-সি ভ্যাটিকানের এপস্টলিক নানসিও কেভিন র্যান্ডাল ও শ্রীলংকার হাইকমিশনার ধর্মপালা বিরাক্কডি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় তারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
এর আগে গত বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন, আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।