বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Google search engine
Homeসিলেটআবারও এসএমপি’র ৬ থানার ওসি একসঙ্গে বদলি

আবারও এসএমপি’র ৬ থানার ওসি একসঙ্গে বদলি

আরেকবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাভুক্ত ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একসঙ্গে বদলি করা হলো।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়েছে।

এই ৩৩৮ জনের মধ্যে সিলেট বিভাগের ২৬ থানার ওসি বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন এসএমপি’র ৬টি থানারই ওসি।

জানা গেছে- এসএমপি’র কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদকে মৌলভীবাজারের কুলাউড়া থানায়, এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিনকে কোতোয়ালি থানায়, জালালাবাদ থানার ওসি সাইফুল আলমকে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায়, মোগলাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিনকে মৌলভীবাজারের জুড়ী থানায়, দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম)-কে সুনামগঞ্জের ধর্মপাশা থানায় ও শাহপরাণ থানার ওসি মো. আবুল খায়েরকে হবিগঞ্জের লাখাই থানায় বদলি করা হয়েছে।

এর আগে ২০২০ সালের অক্টোবরে সিলেট কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হন আহমদ নামের যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ২০২১ সালের জানুয়ারিতে এসএমপি’র ৬ থানার ওসিকে একসঙ্গে বদলি করা হয়।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments