আধুনিক রিপোর্টঃ
নির্বাচন কমিশনের অনুমোদন অনুযাী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ২৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সারাদেশে ৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছেন সিলেট বিভাগের ২৬ থানার ওসি। সিলেট বিভাগের বদলিকৃত ওসি-রা হলেন :
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) :
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার ওসিকে কোতোয়ালি থানায়, শাহপরাণ থানার ওসিকে হবিগঞ্জের লাখাই থানায়, দক্ষিণ সুরমা থানার ওসিকে সুনামগঞ্জের ধর্মপাশা থানায়, মোগলাবাজার থানার ওসিকে মৌলভীবাজারের জুড়ী থানায়, জালালাবাদ থানার ওসিকে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায়, এসএমপি’র কোতোয়ালি থানার ওসিকে মৌলভীবাজারের কুলাউড়া থানায় বদলি করা হয়েছে।
সিলেট জেলা পুলিশ :
সিলেটের গোয়াইনঘাট থানার ওসিকে মৌলভীবাজার সদর মডেল থানায়, গোলাপগঞ্জ মডেল থানার ওসিকে গোয়াইনঘাট থানায়, কানাইঘাট থানার ওসিকে কোম্পানীগঞ্জ থানায়, ওসমানীনগর থানার ওসিকে গোলাপগঞ্জ মডেল থানায়, কোম্পানীগঞ্জ থানার ওসিকে হবিগঞ্জের চুনারুঘাট থানায় বদলি করা হয়েছে।
মোলভীবাজার জেলা :
মৌলভীবাজার সদর থানার ওসিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায়, রাজনগর থানার ওসিকে শ্রীমঙ্গল থানায়, কমলগঞ্জ থানার ওসিকে বড়লেখা থানায়, বড়লেখা থানার ওসিকে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায়, কুলাউড়া থানার ওসিকে রাজনগর থানায়, জুড়ী থানার ওসিকে এসএমপি’র মোগলাবাজার থানায়, শ্রীমঙ্গল থানার ওসিকে সিলেটের কানাইঘাট থানায় বদলি করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ :
সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসিকে এসএমপি’র জালালাবাদ থানায়, শাল্লা থানার ওসিকে জগন্নাথপুর থানায়, জগন্নাথপুর থানার ওসিকে শাল্লা থানায়, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসিকে দিরাই থানায়, শান্তিগঞ্জ থানার ওসিকে সুনামগঞ্জ সদর মডেল থানায়, দিরাই থানার ওসিকে শান্তিগঞ্জ থানায় বদলি করা হয়েছে।
হবিগঞ্জ জেলা পুলিশ :
হবিগঞ্জের লাখাই থানার ওসিকে এসএমপি’র এয়ারপোর্ট থানায়, চুনারুঘাট থানার ওসিকে সিলেটের ওসমানীনগর থানায় বদলি করা হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের বেশিরভাগ থানার ওসিদের পর্যাক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বৃহস্পতিবার সে তালিকা প্রকাশ করা হয়।