বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Google search engine
Homeশীর্ষ সংবাদজকিগঞ্জ থানা হাজত থেকে পালানো চোর রাসু আবারও গ্রেপ্তার

জকিগঞ্জ থানা হাজত থেকে পালানো চোর রাসু আবারও গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জ থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়া চুরির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল আহমদ রাসুকে (২৪) ফের গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে পৌর এলাকার মাইজকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে জকিগঞ্জ থানার একদল পুলিশ। সে পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে।

এরআগে একটি চুরির মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় বুধবার সকাল সাতটার দিকে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেপ্তার করে থানা হাজতে রেখেছিলো পুলিশ। ঐদিন সকাল ১০টার দিকে হাজতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তাৎক্ষণিক পুলিশ টের পায় হাজতের ভেন্টিলেটর ভেঙ্গে রাসেল আহমদ রাসু পালিয়েছে। এরপর তাকে আবারও গ্রেপ্তারে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ একাধিক স্থানে টানা অভিযান চালায়। অবশেষে পুলিশ বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।

পুলিশ হেফাজত থেকে পলায়নের ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, রাসেল আহমদ রাসুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হেফাজত থেকে পলায়নের ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে আসামি পালানোর ঘটনা তদন্তে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. সেলিমকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ মামুন। কমিটির অন্য দুই সদস্য হলেন জকিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও জেলা গোয়েন্দা শাখা (প্রশাসন) মো.জামশেদ আলম।

তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments