স্টাফ রিপোর্টার:
বিএনপি-জামাতের দশ ধাপের অবরোধের প্রথম দিনে সিলেটে কদমতলী বাস টার্মিনালে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা।
এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর দক্ষিণ সুরমার বাস টার্মিনাল সংলগ্ন যমুনা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্হানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়ভাবে চলাফেরা করে এমন একটি ছোটো বাস কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে দাঁড়ায়। বাসটির চালক ও হেল্পার পাশে চা নাস্তা করতে গিয়েছিলেন। হঠাৎ কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।
স্হানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে।
আগুন লেগে কেউ আহত হননি বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা।
দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ আহত হন নি। যারা বাসে আগুন লাগিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটে বাসে আগুন
প্রাসঙ্গিক সংবাদ