৬ ও ৭ ডিসেম্বরের অবরোধ সফল করতে মঙ্গলবার রাতে নাইওরপুল টু জিন্দাবাজার সড়কে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ। মিছিলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের ১ দফাবদাবিতে কাল পরশুর অবরোধ সফল করতে সিলেটবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
৫ ডিসেম্বর ২০২৩ ইং।