কাগজ রিপোর্ট ::
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নতুন মেয়র প্যানেল গঠিত হয়েছে। প্যানেলের প্রথম সদস্য হয়েছেন কাউন্সিলর মখলিছৃর রহমান কামরান, দ্বিতীয় সদস্য হয়েছেন তৌফিক বক্স লিপন, তৃতীয় সদস্য হয়েছেন শাহানা বেগম শানু। সোমবার সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত পরিষদের প্রথম সভায় মেয়র প্যানেলের সদস্যদের নির্বাচিত করা হয়।
এদিকে, সভা চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মেয়রের অসুস্থতাজনিত কারণে মুলতবি করা হয়েছিল করপোরেশনের সভা। তবে আড়াইঘণ্টা পর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে ফের নগরভবনে ফেরেন মেয়র আনোয়রুজ্জামান। শুরু করেন মুলতবি সভা।
বৈঠকসূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টায় করপোরেশনের নতুন পরিষদের প্রথম সভা শুরু হয়। সভা চলাকালে বেলা পৌনে ১টার দিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অসুস্থবোধ করেন। সাথে সাথে সভা মুলতবি করে তাকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও পরে কেবিনে স্থানান্তর করা হয়। মেডিসিন বিশেষজ্ঞ শিশির বসাকের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হয়।