কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জে সিএনজি (অটোরিকশা) যাতায়াত নিয়ে কথা-কাটাকাটির জেরে মারামারিতে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল্লাহ পছা মিয়া (৩৮)। তিনি সুন্দাউরা গ্রামের মৃতু আয়াত উল্লার পুত্র। এ ঘটনায় আহত অর্ধশতাধিক।
রোববার (৩ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার পুর্নাছগাম-সুন্দাউরায় এলাকায়।এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ পছা মিয়া উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, গতকাল শনিবার সিএনজি (অটোরিকশা) যুগে হায়দরি বাজারে যাতায়াতের জন্য একটি সিএনজিকে থামানো হয়, সেখানে যাতায়াত নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায় বিষয়টি গ্রাম ভিত্তিক চলে যায়। রবিবার সকাল ৮ টার দিকে পুর্নাছগাম ও সুন্দাউরা গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষ ফেরাতে যান আব্দুল্লাহ ওরফে পছা মিয়া। সেখানে তিনি আঘাতপ্রাপ্ত হলে সিলেট একটি মেডিকেল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। স্থানীয়রা জানান, আব্দুল্লাহ পছা মিয়া’র শরিলে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি স্ট্রোক বা হার্ট অ্যাটাকও হতে পারে তার মৃত্যুরকারণ।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, দুই গ্রামের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশ যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে, এ সংঘর্ষ আব্দুল্লাহ ওরফে পছা মিয়া নামের একজন মারা যান। এখনও অভিযোগ পাইনি।