ওসমানীনগর প্রতিনিধি:
সকালে মনোনয়নপত্র স্থগিত করার পর উপযুক্ত কাগজপত্র জমা দেওয়ায় দুপুরে সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাইকালে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তার মনোনয়নপত্র স্থগিত করেন।
যেখানে বলা হয় ইয়াহইয়া চৌধুরী আয়কর রিটার্ন সংক্রান্ত কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেননি। একই সাথে এ সংক্রান্ত কাগজপত্র জমা দিতে বলা হয়। পরে দুপুরের দিকে ইয়াহইয়া চৌধুরী তার আয়কর রিটার্নের কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এদিকে, একই আসনে বর্তমান এমপি মোকাব্বির খানসহ আরও ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
ঘোষণাকৃত বৈধ অন্যান্য প্রার্থীরা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ আবদুল মান্নান খান, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির ও স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সোহেল।
উল্লেখ্য, আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৭ জনের বাতিল, ২ জনের স্থগিত ও ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।