বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Google search engine
Homeসিলেটসুনামগঞ্জ ৫ : আসনে ১১জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সুনামগঞ্জ ৫ : আসনে ১১জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ছাতক প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে বিভিন্ন দলের ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১১ জন প্রার্থী হলেও মনোনয়নপত্র জমা পড়েছে ১২টি।

এর মধ্যে সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ে ৪, দোয়ারাবাজার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩ এবং ছাতক সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৪ প্রার্থীর ৫ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি বিএনএফ’র প্রার্থী আশরাফ হোসেন, জাকের পার্টির প্রার্থী শেখ ইয়াকুব আলী, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল এবং জাতীয় পার্টি(জেপি)’র প্রার্থী এড. মনির উদ্দিন। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্নার কাছে ৪ প্রার্থী ৫টি মনোনয়ন পত্র দাখিল করেছেন।

দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র আনুষ্ঠানিক ভাবে জমা দেন বর্তমান সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক। ছাতক, দোয়ারাবাজার ও পৌর আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মর্কতার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, শামীম আহমদ চৌধুরী ।

এছাড়া গণফোরাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দু’টি মনোনয়ন পত্র জমা দেন প্রবাসী কমিউনিটি নেতা আইয়ূব করম আলী। বিগত নির্বাচনেও গণফোরামের প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাচ্চু বিশ্বাস। সহকারী রিটার্নিং অফিসার দোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে আবু সালেহ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি থেকে আজিজুল হক এবং কৃষক শ্রমিক জনতা লীগ থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন আব্দুল জলিল। এর আগেও আব্দুল জলিল এ আসন থেকে নির্বাচনে লড়েছিলেন।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments