শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeশীর্ষ সংবাদসিলেট-৫ : মনোনয়ন দাখিল করলেন ৬জন

সিলেট-৫ : মনোনয়ন দাখিল করলেন ৬জন

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নেতাকর্মী ও সমর্থক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, জাতীয় পার্টির প্রার্থী শাব্বির আহমদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী, তৃণমূল বিএনপির প্রার্থী কায়সার আহমদ কাউসার ও ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বলে জানা গেছে।

মনোনয়নপত্র দাখিল শেষে সকল প্রার্থীই জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে জানান, জনগনের ভোটে নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাট উপজেলায় অকল্পনীয় উন্নয়ন করবেন। পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য ভোটাররা তাদের ভোট প্রয়োগের আহবান জানান। তবে হঠাৎ করেই বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী ভোটের মাঠে নামায় তাঁকে ঘিরে ভোটের মাঠে নতুন সমীকরণ সৃষ্ঠি হয়েছে। তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন আল ইসলাহ নেতাকর্মীরা।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments