আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সিলেটে মনোনয়ন ফরম জমা দিয়ে দুপুরে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তারের কাছে এর অনুলিপি জমা দেন।
শফিক চৌধুরী বিশ্বনাথে অনুলিপি জমা দেয়ার পর বলেন, বিশ্বনাথ-ওসমানী নগরের মানুষ নৌকা চেয়েছিলেন। নেত্রী আমাদের কথা শুনেছেন। এখন নৌকার বিজয় নিশ্চত করা আপনাদের (জনগনের) দায়িত্ব।
তিনি আরো বলেন, উন্নয়নের মার্কা নৌকা, জনগনের মার্কা নৌকা। তাই এলাকার উন্নয়নের সার্থে দলমত নির্বিশেষে নৌকা প্রতীককে নির্বাচিত করতে হবে। আমরা উন্নয়নে বিশ্বাসী। তাই বিশ্বনাথ ও ওসমানীনগর বাসীর উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনাকে আমাদের এই আসন উপহার দিতে হবে।
মনোনয়ন পত্র জমা দেয়ার সময় শফিকুর রহমানের সাথে বিশ্বনাথ পৌর ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।