বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Google search engine
Homeবিশ্বজেরুজালেমে বন্দুকধারীর হামলায় নিহত ৩

জেরুজালেমে বন্দুকধারীর হামলায় নিহত ৩

 
জেরুজালেম শহরে প্রবেশদ্বারের কাছে বন্দুক হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন। মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আই২৪ নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে জেরুজালেমে প্রবেশ পথের কাছে জিভাত শৌল জংশন বাস স্টপে কাছে দুই বন্দুকধারী আকস্মিক হামলা চালায়। এতে ডজন খানেক মানুষ গুলিবিদ্ধ হোন। ঘটনাস্থলেই ২৩ বছর বয়সী এক নারী প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর ৭৩ বছর বয়সী এক পুরুষ ও ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।  

অস্ত্রধারীরাদের হামলায় আহত আরও ১১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। 

ইসরায়েল বাহিনী দুইজন হামলাকারীকে হত্যা করেছে। তবে কারা এ হামলা চালিয়েছে বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, অন্য কোনও হামলাকারী ছিল না তা নিশ্চিত করতে তারা এলাকায় তল্লাশি চালাচ্ছেন।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments