সিলেট নগরীর টিবিগেইটে ছাত্রলীগকর্মী আরিফ আহমদ (১৯) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় কাউন্সিলর হিরন মাহমুদ নিপু জামিন পেয়েছেন।
মঙ্গলবার উচ্চ আদালতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
তারা হিরন মাহমুদ নিপুকে ৩ (তিন) সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন।
সিলেট নগরীর ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হিরন মাহমুদ নিপুর একটি ঘনিষ্টসূত্র আধুনিক কাগজকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
তাদের দাবি, হিরন মাহমুদ নিপু রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি ওই হত্যাকাণ্ডে জড়িত নয়। তার প্রতিপক্ষ মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।
উল্লেখ্য, ২০ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে নগরের বালুচর টিবিগেট এলাকা দিয়ে যাওয়ার পথে আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যান কয়েক যুবক। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়। আরিফ নগরের টিলাগড় এলাকার স্টেট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পাশাপাশি ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।