ছাতক প্রতিনিধি
ছাতকে একটি নাশকতা মামলায় ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল ( ৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে শহরের গণেশপুর খেয়াঘাট থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সুত্রে জানাগেছে, ছাতক থানা পুলিশের দায়েরী একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে । ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।