সোমবার, নভেম্বর ৪, ২০২৪
Google search engine
Homeশীর্ষ সংবাদসিলেটের ১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত : ৮ নতুন মুখ

সিলেটের ১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত : ৮ নতুন মুখ

কাগজ রিপোর্ট ::

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ রোববার বেলা ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কুষ্টিয়া–২ ও নারায়ণগঞ্জ–৫ আসন দুটিতে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, দীপু মণি মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে সিলেট বিভাগের ১৯ আসনের সব কটিতেই প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে ৮ জন এবারই প্রথম মনোনয়ন পেলেন। বাকি ১১ জনের মধ্যে ১০ জনই বর্তমান সংসদের সদস্য। অপরজন সাবেক সংসদ সদস্য।

আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো প্রার্থীদের তালিকা সিলেটের ১৯ আসনের মনোনীত প্রার্থীরা হলেন-
সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে ইমরান আহমদ, সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ ও সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ। এর মধ্যে নতুন মুখ মাসুক উদ্দিন আহমদ।

মৌলভীবাজার-১ আসনে শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ আবদুস শহীদ। এর মধ্যে নতুন মুখ ২টি। এরা হলেন- শফিউল আলম চৌধুরী নাদেল ও জিল্লুর রহমান।

হবিগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট ড. মুশফিক হোসেন, হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরিফ রুহেল, হবিগঞ্জ-৩ আসনে আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী। এর মধ্যে নতুন মুখ ২টি। এরা হলেন- ড. মুশফিক হোসেন, হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরিফ রুহেল।

সুনামগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী), সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ ড. মুহাম্মদ সাদিক ও সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক। এর মধ্যে নতুন মুখ ৩টি। এরা হলেন- অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী), ড. মুহাম্মদ সাদিক

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে রয়েছে ১৯টি সংসদীয় আসন। এই ১৯টি আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছিলো ১৭৩টি। এর মধ্যে কয়েকজন একাধিক আসনে মনোনয়নপত্র কিনেন।

সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ৫২ জন নেতা। এর মধ্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments