কিশোরঞ্জের ভৈরবে দুর্ঘটনার কবলে পড়া মালবাহী ট্রেনটি উদ্ধার করে ভৈরব স্টেশনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পরে এগারোসিন্ধুর ট্রেনটি উদ্ধার কাজ শুরু হবে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ভৈরবের জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এগারসিন্দুর ট্রেনকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রেন। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজার হাজার উৎসুক জনতা ভীড় জমান। এসব উৎসুক জনতার ভীড়ে উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। তিনি বলেন, ‘এত পরিমাণ মানুষের চাপে ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিকমতো কাজ করতে পারছেন না। মাইকিং করে শত অনুরোধের পরে ঘটনাস্থল থেকে উৎসুক জনতা সরানো যাচ্ছে না।’
পুলিশ জানায়, ঢাকা থেকে কন্টেইনারবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল, যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল ভৈরব থেকে ঢাকায়। পয়েন্টে ক্রসিংয়ে মালবাহী ট্রেনটি যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০ বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. রাসেল শেখ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০ জন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।’