শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Google search engine
Homeসিলেট‘দৈনিক আধুনিক কাগজ’র সম্পাদক হলেন সাংবাদিক মঈন উদ্দিন

‘দৈনিক আধুনিক কাগজ’র সম্পাদক হলেন সাংবাদিক মঈন উদ্দিন

স্টাফ রিপোর্ট ::
দৈনিক আধুনিক কাগজের সম্পাদক হিসেবে দায়িত্ব নিলেন সিলেটের সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন। গত রোববার (১ অক্টোবর) পূর্ণাঙ্গ পরিসরে প্রকাশিতব্য এ দৈনিকের দায়িত্ব নেন তিনি। ‘স্মার্ট পাঠকের স্মার্ট দৈনিক’ শ্লোগানকে সামনে নিয়ে ২০১৯ সাল থেকে পত্রিকাটি পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে প্রকাশিত হয়ে আসছিলো। 

ইংরেজি সাহিত্যের ছাত্র মঈন উদ্দিনের সাংবাদিকতার শুরু ২০০১ সালে সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেটের হাত ধরে। সর্বশেষ তিনি দৈনিক একাত্তরের কথার উপ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে তিনি সিলেটের স্থানীয় দৈনিক শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক, দৈনিক শ্যামল সিলেটের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি এ সময়ে তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক ও সকালের খবরে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিতার দীর্ঘ  সময়ে মঈন উদ্দিন সিলেটে অনুসন্ধানী সাংবাদিকতার নতুন এক ধারার সূচনা করেন। তার অনেক প্রতিবেদন সিলেটসহ সারা দেশে আলোড়নের সৃষ্টি করে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments