শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeসংবাদসংখ্যালঘু শিক্ষক রাজীব দাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন

সংখ্যালঘু শিক্ষক রাজীব দাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন

স্টাফ রিপোর্টার:

সংখ্যালঘু আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রাজীব দাসের উপর ‘সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনায় বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে গতকাল (১১ অক্টোবর) সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এক মানব বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানব বন্ধন শেষে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোতয়ালী মডেল থানায় গিয়ে প্রশাসনের নিকট সন্ত্রাসীদের আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবন্দ কর্মসূচি সমাপ্ত করে চলে যান।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দেব, সহ-সাধারণ সম্পাদক বিজিত লাল দাস, সিলেট সংস্কৃত কলেজের অধ্যক্ষ এডভোকেট দিলীপ কুমার দাস, সমীরন দাশ, তাপশ পুরকায়স্থ, শ্যামল দেব, অশোক কুমার পুরকায়স্থ, রিপন দেবনাথ, সাংবাদিক সমর দাস, কবি মনোরঞ্জন কর্মকার, কবি লিটন দাস, বিরেন্দ্র কুমার মল্লিক, দিপক কুমার মল্লিক প্রমুখ।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments